ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার


স্মার্ট প্রতিবেদক
১১:৩১ - শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী কলম্বো থেকে শুক্রবার (২২ আগস্ট) দেশটির আর্থিক অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে।

স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা-কে উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

৭৬ বছর বয়সী  রনিল বিক্রমাসিংহে লন্ডনে তার স্ত্রীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিতে সরকারি অর্থ ব্যবহার করেছিলেন- এমন অভিযোগের তদন্তে সিআইডির দফতরে উপস্থিত হলে তাকে গ্রেফতার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, শ্রীলংকা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। বিক্রমাসিংহের ব্যক্তিগত দফতর থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিক্রমাসিংহেকে শুক্রবার দিনের শেষে আদালতে হাজির করার কথা রয়েছে।

উল্লেখ্য, রানিল বিক্রমাসিংহে শ্রীলংকার ইতিহাসে রেকর্ড ছয়বারের প্রধানমন্ত্রী এবং তিনি ২০২২ সালে ভয়াবহ আর্থিক সংকটের সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সেই সময় তীব্র জনরোষ ও গণআন্দোলনের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান এবং পরে পদত্যাগ করেন।

জাতীয় ইউনাইটেড পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে কঠিন কিছু অর্থনৈতিক সংস্কার ও ব্যয় সংকোচনমূলক নীতি গ্রহণ করে শ্রীলংকাকে আন্তর্জাতিক সাহায্য পাওয়ার পথে এগিয়ে নেন। তবে এই কঠোর পদক্ষেপে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হন এবং তারই প্রতিফলন ঘটে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে, যেখানে বিক্রমাসিংহে তৃতীয় হন। ঐ নির্বাচনে বিজয়ী হন বামপন্থী নেতা অনুরা কুমারা ডিসানায়েকে এবং দ্বিতীয় হন বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা।

রনিল বিক্রমাসিংহে একজন অভিজ্ঞ রাজনীতিক। মাত্র ২৯ বছর বয়সে ১৯৭৮ সালে তিনি তার চাচা তৎকালীন প্রেসিডেন্ট জুনিয়াস জয়েওয়ার্দেনের মন্ত্রিসভায় দেশের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে নিয়োগ পান।

১৯৯৪ সালে দলের শীর্ষ নেতাদের হত্যার পর তিনি ইউএনপি দলের নেতৃত্ব গ্রহণ করেন।

এই গ্রেফতার শ্রীলংকার রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।