ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

বিনামূল্যে আইনী সহায়তার জন্য লিগ্যাল এইড অফিসে আসুন: মোরশেদ ইমতিয়াজ


মোহাম্মদ সোহেল, স্মার্ট বাংলাদেশ
১৫:১১ - সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
বিনামূল্যে আইনী সহায়তার জন্য লিগ্যাল এইড অফিসে আসুন: মোরশেদ ইমতিয়াজ

জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত মানুষ যারা যেখানে আছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে নোয়াখালীর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ বলেন, আপনারা যেকোন আইনি সহযোগিতা প্রয়োজন মনে করেন, তবে জেলা লিগ্যান এইড অফিসে আসবেন, এখানে আপনাদের যাবতীয় সকল আইনী সহায়তা দেয়া হবে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে লিগ্যাল এইড নোয়াখালী জেলা কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবসের র‌্যালি শেষে সাংবাদিকদের সামনে এমন বক্তব্য তুলে ধরেন জেলা ও দায়রা জজ।

জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ আরো বলেন, সারাদেশে আনন্দের সঙ্গে আজ জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে, আমাদের এই জেলায়ও আমরা বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছি। এই বছর আমরা ৫০০টি মামলা সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করেছি, যার মধ্যে ৭৬টি মামলা নিষ্পন্ন হয়েছে। ২৫০টির অধিক মামলা (ফি এবং পোষ্ট) আপোষ আমাদের লিগ্যাল এইড’র মাধ্যমে হয়েছে। লিগ্যাল এইড অফিসে মামলা পরিচালনা, সাহায্য, খরচ প্রদান ও আপোষ মিমাংসার পাশাপাশি সব ধরনের আইনি পরামর্শও প্রদান করা হয়।

এসময় জেলা জজ আলাদলের পিপি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন বলেন, আইনগত জটিলতায় পড়ার আগে পর্যন্ত কিভাবে সহজে আইনের সহায়তা নেয়া যায়, কোন সহায়তার জন্য কোথায় যেতে হবে, সেই সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। এই বিষয়ে আমাদের প্যানেল আইনজীবিগন সমাজের নির্যাতিত-নিপিড়িত, অসহায়-দুস্থ মানুষকে বিনামূল্যে আইনী সহায়তা দিতে লিগ্যাল এইড অফিসের দ্বারস্থ হতে পরামর্শ দিয়ে থাকেন। আমাদের আইনজীবিদের পরামর্শ মতে জেলা শত শত সুবিধা বঞ্চিত মানুষ প্রতি বছর লিগ্যাল এইড থেকে আইনী সহায়তা ও পরামর্শ গ্রহন করে থাকেন। লিগাল এইড এর সেবা যেভাবে গতিশীল হচ্ছে, তাতে অতীতের যেকোন সময়ের চেয়ে আগামীতে মানুষ লিগ্যাল এইড এর প্রতি আরো বেশি আস্থাশীল হবে বলে মনে করেন এই আইনজীবি।

র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালীর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আহসান তারেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২, নোয়াখালীর বিচারক ফাতেম ফেরদৌস, লিগ্যাল এইড নোয়াখালীর অফিসার সহকারী জজ সাদিয়া খানম, জেলা জজ আলাদলের পিপি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন।

এছাড়া, র‌্যালি ও আলোচনা সভায় বিচারকবৃন্দ, নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ, বিচারপ্রার্থী জনগণসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।