ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

সংবাদমাধ্যমকে দুর্বৃত্তায়ন গিলে ফেলেছে: আলো


স্মার্ট প্রতিনিধি
১১:৫৯ - বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
সংবাদমাধ্যমকে দুর্বৃত্তায়ন গিলে ফেলেছে: আলো

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেছেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই মহৎ পেশার সংবাদমাধ্যমগুলো দুর্বৃত্তায়ন গিলে ফেলেছে। সাংবাদিকরা যা লিখতে চান, অনেক ক্ষেত্রে মালিকপক্ষ তা প্রকাশ করেন না। এতে সাংবাদিকদের বিবেকের ওপর চাপ সৃষ্টি হয়।

তিনি বলেন, দুর্বৃত্তায়নের কবলে পড়ে পেশাদার সাংবাদিকরা তাদের মর্যাদা হারাচ্ছেন। যোগ্য লোকেরা পেশা থেকে ছিটকে পড়ছেন, আর অপেশাদারদের দিয়ে চলছে অনেক সংবাদমাধ্যম। অধিকাংশ প্রতিষ্ঠান সাংবাদিকদের প্রাপ্য বেতন-ভাতা দেয় না। এতে অনেক সাংবাদিক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। আমাদেরকে এই দর্বৃত্তায়নের চক্র ভেঙে বেরিয়ে আসতে হবে। সঠিক নীতিমালা প্রণয়ন করে সংবাদমাধ্যমকে উন্মুক্ত করলে সাংবাদিকতার মর্যাদা ফিরে আসবে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নোয়াখালী প্রেস ক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেন পত্রিকার নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ হাসান। 

অনুষ্ঠানে দৈনিক রূপালী বাংলাদেশের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার এবং জেলা বিএনপি নেতা আবদুল মোতালেব আপেল।

এছাড়াও উপস্থিত ছিলেন, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, এসএ টেলিভিশনের প্রতিনিধি আবদুর রহিম বাবুল, নিউজ ২৪ এর প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ডিবিসি নিউজের প্রতিনিধি আবুল হাছনাত বাবুল, দৈনিক সমকালের প্রতিনিধি আনোয়ারুল হায়দার, মাছরাঙা টিভির প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি আবু রায়হান সরকার, দৈনিক নয়া সকাল-এর সম্পাদক জুয়েল রানা লিটন, দৈনিক ভোরের দর্পণ-এর প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শাহাদাত বাবু, ইউটিউব চ্যানেল নোয়া টিভির চেয়ারম্যান গাজী রুবেল’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক মূচা পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন চাইলেও পাননি। অথচ যাদের পেশাগত অভিজ্ঞতা নেই, কিন্তু বিপুল অর্থ-সম্পদের মালিক, তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে টেলিভিশনের মালিক হয়েছেন। এতে সংবাদমাধ্যমের শক্ত ভিত নড়ে গেছে এবং ভালো মানুষরা মূলধারার সংবাদমাধ্যমে আসতে চান না।

এসময় বক্তারা নোয়াখালীর জলাবদ্ধতা, বিমানবন্দর, নৌ-বন্দর স্থাপনসহ স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে এসব বিষয়ে আরও সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

পরে অতিথিবৃন্দ ও সাংবাদিকরা কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।