বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের
শীষের প্রার্থী মো. শাহজাহান বলেছেন, স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও
গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় পৌঁছে গেছে বাংলাদেশ। দীর্ঘ ১৬ বছরের
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ
স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে নোয়াখালী প্রেস ক্লাবে আগামী জাতীয় সংসদ
নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত নোয়াখালী-৪ আসনের শান্তি, সম্প্রীতি ও
উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাহজাহান জানান, মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নিজের আসন সদর-সুবর্ণচরকে কেন্দ্র করে সুপরিকল্পিত উন্নয়ন ভিশন প্রণয়ন করেছেন।
তিনি
বলেন, নোয়াখালীর মানুষের প্রধান দাবিই হচ্ছে পৃথক নোয়াখালী বিভাগ। আমরা
ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি। পাশাপাশি জেলার অবকাঠামো উন্নয়ন, সড়ক
সম্প্রসারণ, বিমানবন্দর প্রতিষ্ঠা, জলাবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে
সিটি কর্পোরেশন করা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল উন্নয়ন,
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব,
রেললাইন সম্প্রসারণসহ বহু উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
শাহজাহান
আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তাঁর রাজনীতির মূল লক্ষ্য। মতবিনিময়
সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
মতবিনিময়
সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম
আহ্বায়ক এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, সাবেক সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের
আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মতবিনিময় সভার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।