কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হেযবুত
তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় ছাত্র সম্মেলন। তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র
গঠনে ছাত্রদের ভূমিকা শীর্ষক এ সম্মেলনকে কেন্দ্র করে শনিবার (২৯ নভেম্বর)
সকালে কুমিল্লা, চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শত শত
শিক্ষার্থী জমায়েত হন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ
সম্পাদক মাহাবুর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, তওহীদ মানুষের চিন্তা, সমাজ
ও রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। আজকের ছাত্রসমাজ এই দর্শন ধারণ করতে পারলে
তারা জাতির ভবিষ্যৎ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি
আরও বলেন, তথ্য বিভ্রান্তি, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অস্থিরতার সময়ে
ছাত্রদের দায়িত্ব হচ্ছে সত্য, যুক্তি ও আদর্শভিত্তিক অবস্থান গ্রহণ করা।
মূখ্য
আলোচক কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান
বলেন, একটি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা মানুষকে নিরাপত্তা, ন্যায় ও
মর্যাদা দেয়। শুধু ডিগ্রি অর্জন নয়, সমাজকে বদলানোর মানসিকতা, নেতৃত্বের
যোগ্যতা ও সত্যের প্রতি অটলতা থাকতে হবে শিক্ষার্থীদের। তিনি নৈতিকতা,
শৃঙ্খলা, শিক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা
করেন কুমিল্লা জেলা ছাত্র ফোরামের সাহিত্য সম্পাদক অনামিকা তাপসী,
সোনাইমুড়ী উপজেলা সমন্বয়ক হেবালেল্লাহ বিনতে হাবিব ও নোয়াখালী জেলা সদস্য
মো. আলামিন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা
অঞ্চলের আমির মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আমির মো. সেলিম হোসেন,
কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা চৈতি, ছাত্র
ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম এবং চট্টগ্রাম বিভাগের সভাপতি
ইকরামা বিন খুরশীদ।
বক্তারা নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ,
আদর্শিক রাষ্ট্রচিন্তা, ব্যক্তিগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সমাজ পরিবর্তনে
ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। শিক্ষার্থীদের উপচে পড়া উপস্থিতিতে পুরো
হলরুমে সৃষ্টি হয় প্রাণবন্ত, উৎসাহী ও আদর্শিক পরিবেশ।
অনুষ্ঠানের সভাপতি ও কুমিল্লা জেলার সভাপতি মো. রিপন হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।