নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সদর উপজেলার সদস্যদের জমকালো
মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) নোয়াখালী জেলা শহরের নোয়াখালী সুপার মার্কেট ফুড পেস্তা রেষ্টুরেন্টে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল হাই, ডিরেক্টর ব্যারিষ্টার ইসতিয়াক হোসেন, সদস্য ফিরোজ আলম মতিন, মো. ইসমাইল, গোলাম জিলানী দিদার, গোলাম সারওয়ার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা
বলেন, নোয়াখালী ক্লাব ঢাকা লিমিডেট বর্তমানে দুই হাজার সদস্যের গর্বিত
সংগঠন। এই ক্লাব বিগত সময়ে বন্যাকবলিত
নোয়াখালীর মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য’সহ বিভিন্ন
সামাজিক ও মানবিক কর্মকান্ডে সফলভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে সদস্যদের
ঐকান্তিক সহযোগিতায় এই ক্লাব আরো সমৃদ্ধহবে।
মিলন মেলায় ক্লাবের ঢাকা ও নোয়াখালীতে অবস্থানরত বিভিন্ন উপজেলার সদস্যগন অংশ নেন। পরে উপস্থিত সকলে নৈশ ভোজে অংশ নেন।