ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

মহান বিজয় দিবসে পর্তুগালে বিএনপির আলোচনা সভা


স্মার্ট ডেক্স
১২:৩৭ - শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
মহান বিজয় দিবসে পর্তুগালে বিএনপির আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি পর্তো শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় শহরের বোম্বাই গ্রিল রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্তো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সহ-সভাপতি মামুন হাজারী। সভা সঞ্চালনা করেন পর্তো বিএনপির সদস্য সচিব এবং সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম ও আরাফাত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলীউর রহমান চৌধুরী।

বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, বিজয়ের তাৎপর্য এবং স্বাধীনতার মূল চেতনা তুলে ধরেন। তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার অনুপ্রেরণা জোগায়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর সভাপতি শাহ আলম কাজল ও সাধারণ সম্পাদক আবদুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন মহব্বত আলী টিপু, পিন্টু প্রধান, মাসুমুর রহমান, বাদশা ইসলাম, মহিনউদ্দিন, আজিজ আহমেদ, সাইফুল ইসলাম, মনির মোল্লা, রুমন, আনোয়ার হোসেন, রিপন মিয়া, আরিফ, ইউসুফ অর্ক, আব্দুল মতিনসহ পর্তুগাল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন পর্তো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারী।