ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু


স্মার্ট প্রতিনিধি
৭:৪১ - মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহ আলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। 

মাত্র ২ মাস পর চাকুরি থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল। শাহ আলম খান বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম সৈয়দ আলী খানের ছেলে। শাহ আলম খানের ছোট ভাই বাউফল পৌর যুব লীগের সভাপতি মামুন খান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন। ঈদুল ফিতরের ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। 

সোমবার (২২ এপ্রিল) রাতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব হলে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে শাহ আলম খানকে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।