গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে জেলার সাংবাদিক সমাজ। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, এনটিভির স্টাফ প্রতিনিধি ভজন দাস, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি শ্যামল সরকার, সকালের সময় প্রতিনিধি শহিদুল ইসলাম, কালবেলা প্রতিনিধি রানা আকন্দ সহ অন্যরা।
বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।