দীর্ঘ ১১বছর পর নেত্রকোণা সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো.মজিবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তাজ উদ্দীন ফারাস সেন্টু।
সোমবার (১১আগস্ট) দুপুরে জেলা শহরে পাবলিক হল মিলনায়তনে নেত্রকোণা সদর উপজেলা বিএনপির আয়োজনে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।
সন্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু'র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ্ ওয়ারেছ আলী মামুন।
অন্যান্যদের মধ্যে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব আকন্দ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী ডক্টর আরিফা জেসমিন নাহিন প্রমুখ বক্তব্য রাখেন।
সন্মেলনে ১২টি ইউনিয়নের ৮৫২ জন কাউন্সিলরের বিপরীতে সভাপতি পদে দুইজন ও
সাধারণ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল আনুমানিক ৩ টার দিকে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল শুরু হয়।
কাউন্সিল অধিবেশন শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ ওয়ারেছ আলী মামুন এবং
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বজলুর রহমান
পাঠান ও সদস্য সচিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু
ফলাফল ঘোষণা করেন।