গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
তিনি বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। ৩ জনের মৃত্যুর কথা শুনেছি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।