হবিগঞ্জের মাধবপুরে দায়িত্ব পালনের সময় হাইওয়ে পুলিশের এসপি রেজাউল ইসলামের বিরুদ্ধে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমাম হোসাইনের সঙ্গে অশোভন ও শিষ্ঠাচারবহির্ভূত আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখায় এসপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
ঘটনাটি ঘটে ১৯ সেপ্টেম্বর মাধবপুরের অলিপুর এলাকায়, যেখানে মহাসড়কের নির্মাণজনিত কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাপ্টেন ইমাম হোসাইনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে উপস্থিত হন।
অভিযোগ অনুযায়ী, ওই সময় এসপি রেজাউল ইসলাম পুলিশ বক্স থেকে বের হলে ক্যাপ্টেন ইমাম তাকে সালাম জানান। কিন্তু এসপি সালাম উপেক্ষা করে সরাসরি গাড়িতে ওঠেন। পরে পরিচয় দেওয়ার পরও এসপি রেজাউল অবমাননাকর ভঙ্গিতে বলেন- “ও তুমি ক্যাপ্টেন ইমাম।”
ওই সময় ক্যাপ্টেন ইমাম ‘আপনি’ সম্বোধনের অনুরোধ করলে এসপি রেজাউল বলেন- “তোমার সিও থেকে জেনে নিও, তোমাকে কী বলে ডাকতে হবে। তুমি ইউনিফর্ম পরো, তোমাকে আমি তুমি বলতেই পারব।” কথোপকথনের একপর্যায়ে তিনি ক্যাপ্টেন ইমামের সামনে গাড়ির দরজা বন্ধ করেন।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, এ আচরণ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আন্তঃবাহিনী সুসম্পর্কের জন্য হুমকি হতে পারে। তাই প্রয়োজনীয় বিধিবদ্ধ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে পুলিশের একটি সূত্র দাবি করেছে, কথোপকথনের শুরুতে ক্যাপ্টেন ইমাম নাকি এসপিকে ‘ভাই’ বলে সম্বোধন করেছিলেন, যা নিয়ে এসপি ক্ষুব্ধ হন। তবুও হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আন্তঃবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে।