ঢাকা রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা


স্মার্ট প্রতিনিধি
১৩:২৭ - বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
নোয়াখালীতে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা

নোয়াখালীতে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিস নোয়াখালীর আয়োজনে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা তথ্য অফিস নোয়াখালীর সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্ল্যা মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার আহবায়ক আরিফুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। প্রত্যাশিত বাংলাদেশ গঠনে তরুণদের মানবিক গুণাবলি সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দসহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় তরুণদের ভবিষ্যৎ ভূমিকা, নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।