নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)
ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর
ইউনিটি’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে বাংলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় ফটকের সামনে এসে শেষ হয় এ প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে প্রায় ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেন। নারী-পুরুষ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতা শেষে ২০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সবার হাতে স্মারক তুলে দেওয়া হয়।
ম্যারাথনে অংশ নেওয়া প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। আমি প্রথম হওয়ার লক্ষ্য নিয়েই দৌড়েছি। ভবিষ্যতে এমন আয়োজন শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, সুস্থ ও ইতিবাচক ক্যাম্পাস গড়তেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ম্যারাথনে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত, ছাত্র অধিকার সম্পাদক বনি ইয়ামিন, অর্থ ও প্রচার সম্পাদক আবদুর রহমান, অফিস সম্পাদক মেহেদী হাসান, আইন সম্পাদক মাহবুবুল আলম তারেকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।