ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা


স্মার্ট প্রতিনিধি
১১:৪৬ - রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা

কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’-এর ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলের ৪২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১২৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। বিচার-বাছাই শেষে সেরা ১১টি প্রকল্প আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও ASSET প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী।

প্রতিযোগিতাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এবং এতে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থী, শিল্পকারখানা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।