আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় বিবেচনা করে চলতি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার।
শুক্রবার (২৮ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য এক সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী দীপু মনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যেহেতু ডিসেম্বরের শেষে বা জানুয়ারির গোড়ায় আগামী জাতীয় নির্বাচনটি হওয়ার কথা, সে জন্য আমরা আমাদের সব শ্রেণির যে বার্ষিক পরীক্ষা ও সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে চাই। যাতে পরে নির্বাচনের প্রচারের সময় গেলে তাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে।
আগেভাগে শিক্ষা কার্যক্রম শেষ করতেই এবার শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান দীপু মনি।
তিনি বলেন, গ্রীষ্মের ছুটিটা আমরা বাতিল করে দিয়েছি। আমরা শীতের ছুটির সময়টা বাড়িয়ে দেব। ওখানে আমরা সমন্বয় করবো। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটায়- এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি আরো বলেন, আমরা আশা করবো, রাজনৈতিক দলগুলো তাদের যে কোনো কর্মসূচিই দিন না কেন, সেই কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে।