ঢাকা শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীতে নোয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা


মো. হাসান, স্মার্ট প্রতিবেদক
১২:১৩ - সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীতে নোয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের রশিদ কলোনী এলাকায় সোনাপুর-মাইজদী প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে জিয়া মঞ্চ নোয়াখালী জেলা শাখার নেতাকর্মীরা। পরে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানের বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জিয়া মঞ্চ নোয়াখালী জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহসভাপতি এম.এ কালাম, নোয়াখালী জেলা জজ আদালতের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।

পরে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ। এরআগে খন্ড খন্ড মিছিল নিয়ে র‌্যালিতে যোগ দেন জিয়া মঞ্চ নোয়াখালীর বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।