ঢাকা শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে নোয়াখালীতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ


স্মার্ট প্রতিনিধি
৬:১৩ - শনিবার, নভেম্বর ২২, ২০২৫
তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে নোয়াখালীতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে নোয়াখালীতে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত আজিজিয়া মুসলিম এতিমখানায় এই শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

নোয়াখালীর কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এনবিএস রাসেল।  

এসনয় অন্যান্যের মধ্যে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সাবেক পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ ফারুক বাবু, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী জুবায়ের রহমান ও জোয়ায়ের রহমান আরিফ, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তারেক খানসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ছাত্রদল নেতা এনবিএস রাসেল বলেন, তারেক রহমানের জন্মদিনকে আমরা মানবিক সেবার দিন হিসেবে দেখি। অসহায় শিশুদের মুখে একটু হাসি ফোটাতে পারাটা আমাদের সংগঠনের দায়িত্ব। ভবিষ্যতেও ছাত্রদল মানবিক কাজে পাশে থাকবে।