নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট, সদরের একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপির ধানের শীষের মনোনয়ন পাওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম।
মনোনয়ন পাওয়ার পর ফখরুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে
বৃহস্পতিবার দুপুরে বসুরহাট বাজারে শোডাউন শেষে জিরো পয়েন্টে সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শো-ডাউন ও সমাবেশে বিপুল সংখ্যক মানুষের গণ-জোয়ার দেখা গেছে।
ফখলরুল
ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে মুক্ত আকাশের নিচে
সভা-সমাবেশ করতে পারেনি বিএনপি। ফ্যাসিবাদের পতনের পর এখন আমরা জনগনের কাছে
স্বাধীনভাবে আমাদের দলের কথা বলতে পারছি। তবে বিএনপিতে কোনো চাঁদাবাজ,
দখলবাজ, সন্ত্রাসী, মাটি-বালু খেকোর জায়গা হবেনা। আমাদের নেত্রী খালেদা
জিয়া ও নেতা তারেক রহমান জনআকাঙ্খা পূরণে সঠিক ভাবে দলীয় মনোনয়ন দেয়ায়
আবারো তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশে যতবার বিএনপি ক্ষমতায় গিয়েছে, ততবারই দেশের মানুষ সুখ-সমৃদ্ধিতে ছিল।
সমাবেশে
বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর
সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য
বেলায়েত হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার,
বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উল্যাহ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন
সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ
আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌরসভা
বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তোয়াহা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির
সাবেক সদস্য একরামুল হক মিলন, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল
মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, সদস্য সচিব জাহিদুর রহমান
রাজন প্রমূখ।