

রোববার
দুপুর ১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টি এম
মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)
আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত
আকবর।
পুলিশ সুপার জানান, গত ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের
৪র্থ তলার নিলয় জুয়েলার্স এ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে। এসময়
তারা প্রতিষ্ঠানটির সাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ১২৭ ভরি স্বর্ণ লুট
করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় মামলা
দায়ের করে। এ ঘটনার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায়
অভিযানে নামে পুলিশের একাধিক দল।
অভিযানের অংম হিসেবে গোপন সংবাদের
ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর ভাঙ্গরা পাকা সড়কে অভিযান পরিচালনা চালিয়ে
মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার এবং আলা উদ্দিনকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বড়দিঘীর
পাড় এলাকার ভাড়া বাসায় তল্লাশী চোরাইকৃত ৯ভরি ৪ আনা ২ রতি ৭ পয়েন্ট
সর্ণালঙ্কার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামীরা ঘটনায়
জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামীরা
আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।