ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে ১১ দলীয় জোটের প্রার্থী বোরহান উদ্দিনের নির্বাচনী জনসভা


স্মার্ট প্রতিনিধি
১৩:৪৩ - রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
নোয়াখালীতে ১১ দলীয় জোটের প্রার্থী বোরহান উদ্দিনের নির্বাচনী জনসভা

নোয়াখালী-০৩ (বেগমগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে রাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজন এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় রাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

জনসভায় অন্যান্যের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু জায়েদ, বাংলাদেশ খেলাপত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মমিনুল হক চৌধুরী, নরসিংদী পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল খয়েরী’সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভায় জামায়াতের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার এবং দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান।