ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

তারেক জিয়া সাইবার ফোর্স নোয়াখালীর সভাপতি জসিম, সম্পাদক রুবেল


স্মার্ট প্রতিনিধি
৬:২৬ - মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
তারেক জিয়া সাইবার ফোর্স নোয়াখালীর সভাপতি জসিম, সম্পাদক রুবেল

তারেক জিয়া সাইবার ফোর্স নোয়াখালী জেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুবুর রহমান রুবেল।

সোমবার (১২ জানুয়ারি) তারেক জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাতেমা খানম ও সাধারণ সম্পাদক এস এম সাগর স্বাক্ষরিত ১৪৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির হোসেন, আর সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আমজাদ হোসেন নিলয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শিব্বির মাহমুদ শিবলু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালীর ৯টি উপজেলা থেকে বাছাই করা তরুণ, দক্ষ ও সক্রিয় সদস্যদের নিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সাইবার নিরাপত্তা, ডিজিটাল সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে নতুন এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।