

নোয়াখালীর
সুবর্ণচর উপজেলায় অনুপস্থিত ব্যক্তি ও প্রভাবশালীদের নামে দেওয়া খাস জমির
বন্দোবস্ত বাতিল করে দীর্ঘদিন ধরে বসবাসরত প্রকৃত ভূমিহীনদের নামে
বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীনরা।
শনিবার
(১৭ জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর
ওয়ার্ডের চর উরিয়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় ভূমিহীন
বাসিন্দারা।
মানববন্ধন শেষে ভূমিহীনরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ
হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
বিক্ষোভকারীরা
অভিযোগ করেন, যাদের নামে সরকারি খাস জমির বন্দোবস্ত দেওয়া হয়েছে, তারা
দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত। নিজের প্রভাব খাটিয়ে প্রশাসনের লোকজনকে
ম্যানেজ করে তারা ভূমির বন্দোবস্ত নিয়েছেন। অথচ প্রকৃত ভূমিহীন পরিবারগুলো
বছরের পর বছর ধরে ওই জমিতে বসবাস ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
বন্দোবস্তপ্রাপ্তদের অনুপস্থিতির সুযোগে উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন
তারা।
মানববন্ধনে অংশ নিয়ে ভূমিহীন ফারুক হোসেন বলেন, আমরা প্রায় ২১
বছর ধরে এই জমিতে ঘর তুলে বসবাস করছি, ফসল ফলাচ্ছি। কিন্তু যাদের নামে
বন্দোবস্ত, তাদের কাউকেই কখনো এখানে দেখিনি। কাগজে মালিক অন্যরা, আর মাঠে
আমরা। এটা কীভাবে ন্যায়বিচার হতে পারে? আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।
ভূমিহীন
নারী বিবি কুলসুম বলেন, এই জমিই আমাদের একমাত্র আশ্রয়। এখান থেকে উচ্ছেদ
করা হলে পরিবার নিয়ে আমরা কোথায় যাব? বহু কষ্ট আর সংগ্রামের মধ্যদিয়ে আমরা
এখানে টিকে আছি। ভূমির জন্য আমরা আমাদের সম্মান দিয়েছি। শহরের মানুষেরা
বন্দোবস্ত পায়, অথচ প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত থাকে। সরকার যেন আমাদের বাস্তব
অবস্থাটা বিবেচনা করে।
কর্মসূচিতে অংশ নেওয়া ভূমিহীনরা দাবি করেন,
দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অনুপস্থিত ব্যক্তিদের নামে দেওয়া
বন্দোবস্ত বাতিল করে দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীনদের নামে খাস জমির
বন্দোবস্ত প্রদান করতে হবে।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলার সহকারী
কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, সরকারি বিধি অনুযায়ী যাদের নামে জমির
বন্দোবস্ত রয়েছে, তারাই ওই জমির বৈধ মালিক। বন্দোবস্তকৃত জমিতে অন্য কেউ
বসবাস করলে তা অবৈধ দখল হিসেবে বিবেচিত হয়। তবে এ বিষয়ে যেসব অভিযোগ পাওয়া
গেছে, সেগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে।