ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

রাজনৈতিক প্রভাবে পরিষদ নিয়ন্ত্রণ, প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলা


স্মার্ট প্রতিনিধি
১৩:৫৬ - মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
রাজনৈতিক প্রভাবে পরিষদ নিয়ন্ত্রণ, প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে আধিপত্য বিস্তার, ইউনিয়ন পরিষদ দখলে নিয়ে নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি-সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠেছে। 

হামলার ঘটনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর চর এলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যার পর তার ছেলে ইসমাইল তোতার নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, তোতার ছেলেরা খামার দখল, খাস জমি ও ঘাট দখল, বালু মহাল নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এমনকি তারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত কোনো সদস্য না হয়েও পরিষদ দখল করে সরকারি সুযোগ-সুবিধা নিজেদের কব্জায় নিচ্ছে।

তিনি আরও বলেন, এসব অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ইসমাইল তোতার নেতৃত্বে গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চর এলাহী ইউনিয়নের এলাহী বাজারে তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন,  নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

তাজুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ সময় তিনি জানান, হামলার ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। এ সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।