ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালী পাবলিক লাইব্রেরী ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের দাবি


স্মার্ট প্রতিনিধি
৯:০৮ - শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
নোয়াখালী পাবলিক লাইব্রেরী ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের দাবি

১৩০ বছরের ঐতিহ্যবাহী শিক্ষার বাতিঘর নোয়াখালী পাবলিক লাইব্রেরী ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে চুক্তিবদ্ধ করে সেখানে বার্গার স্টেশন নামে চাইনিজ রেস্টুরেন্ট পরিচালনা করায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ  করে অবিলম্বে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বালিত করে লাইব্রেরীকে উন্মুক্ত ও প্রসারিত করার দাবি জানান শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা।

শনিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে লেখক, গভেষক ও ইতিহাসবিদ মো. ফখরুল ইসলাম রচিত ‘আমার স্মৃতিতে ঐতিহ্যবাহী নোয়াখালী পাবলিক লাইব্রেরী’ গন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী সদস্য অর্থনীতি বিদ প্রফেসর ড. মুজাফ্ফর আহমেদ।

লেখক, গভেষক ও ইতিহাসবিদ মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, হাতিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনামুল হক, শিক্ষানুরাগী মো. ফারুক খোকন। অনুষ্ঠানে লেখক, গবেষক, কবি, সাহ্যিতিক, শিক্ষক, সাংবাদিক’সহ শিক্ষার্থীরা অংশ নেয়।

লেখক মো. ফখরুল ইসলাম ৬৪ জেলার ইতিহাজ-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন, বৃহত্তর নোয়াখালীর ইতিহাস, নোয়াখালীর গর্ব ও অহংকার, মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালী, ভুলুয়া থেকে বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু, স্বপ্নের নিঝুম দ্বীপ’সহ এই পর্যন্ত ৫০ গন্থ রচনা করেন। এরমধ্যে ‘আমার স্মৃতিতে ঐতিহ্যবাহী নোয়াখালী পাবলিক লাইব্রেরী’  ৪৫তম গন্থ।