ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ব্যবসার আড়ালে প্রতারণা, প্রতারক শাহীন সোলাইমান গ্রেফতার


স্মার্ট প্রতিনিধি
১৬:০৭ - শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
ব্যবসার আড়ালে প্রতারণা, প্রতারক শাহীন সোলাইমান গ্রেফতার

রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শাহীন সোলায়মান মোল্লা নামে এক ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিদেশে চাকরি, সরকারি চাকরি অথবা এনজিওর চাকরি দেওয়ার দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। 

গত সোমবার রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্যবসার আড়ালে প্রতারণা ও গাড়ি চুরির অভিযোগ আছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলা রয়েছে।  আদালতের নির্দেশে আমরা তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারকালে প্রতারক শাহীনের সঙ্গে একই ফ্ল্যাটে থাকা তানিয়া নামের এক নারীকে পাওয়া যায়। তিনি নিজেকে শাহীনের স্ত্রী হিসেবে পরিচয় দিলেও কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

সূত্র আরও জানায়, এ প্রতারণা কাজে শাহীনকে যারা সহযোগিতা করতো তাদের শনাক্তে কাজ করছে পুলিশ। 

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, শাহীন দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের ব্যানারে সার্বিক প্রতারণার জাল বিস্তার করছিলেন। তিনি বিদেশে চাকরি, সরকারি চাকরি অথবা এনজিওতে চাকরির প্রতিশ্রুতি বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এছাড়া তার কথামতো টাকা না দিলে ভুক্তভোগীদের উপর শারীরিক ও মানসিক হেনস্থা করে হতাশা ও চাপ সৃষ্টি করা হতো বলেও জানা গেছে। 

জানা গেছে, শাহীন কখনো নিজেকে রাজনৈতিক কোনো ব্যক্তির উপদেষ্টা, কখনো আন্তর্জাতিক এনজিওর কর্মকর্তা কিংবা সরকারি কোনো কর্মকর্তার পরিচয় দিতেন। কিন্তু তার কোনোকিছুই সত্যতা যাচাই করা যায়নি। 

স্থানীয়রা ও ভুক্তভোগীরা সরকারের কাছে দ্রুত বিচার, ক্ষতিপূরণ ও প্রতারণা প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা আশা করছেন-তদন্তে সম্পৃক্ত সকলরা আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন প্রতারণার পুনরাবৃত্তি রোধে দরকারি ব্যবস্থা নেওয়া হবে।