নোয়াখালী
সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপি
নেতা আবদুল্যাহ আল ফারুকের বিরুদ্ধে স্থানীয় একটি কুচক্রি মহলের মিথ্যা ও
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার
(১৮ জানুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে
আবদুল্যাহ আল ফারুক লিখিত বক্তব্যে জানান, তিনি ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ
জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত
অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি নোয়াখালী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন
করছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ
করেন, তার রাজনৈতিক জনপ্রিয়তাকে কলুষিত করার জন্য একটি শ্রেণি দীর্ঘদিন ধরে
মিথ্যা অপপ্রচার করে আসছে। ২০০৯ সালের সম্মেলনে নির্বাচিত হওয়ার পর ২০১০
সালে নিলামের মাধ্যমে সদর উপজেলার ডাক্তার হাট বনিক সমিতির একটি অফিস ঘর
তিনি ক্রয় করেন, যা সে সময় থেকেই বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তিনি
আরও বলেন, ২০১৩ সালে স্থানীয় এক সাংবাদিকের প্ররোচনায় আওয়ামী সন্ত্রাসীরা
তার অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়, যার ক্ষতির পরিমাণ প্রায় ১০
লাখ টাকা। এছাড়া গত ১৬ বছরে ডিবি, র্যাব, পুলিশ ও বিভিন্ন বাহিনীর মাধ্যমে
তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও নিপীড়নে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতির
মুখোমুখি হতে হয়েছে।
সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগের রাস্তা সম্প্রসারণ
কাজে তার অফিসঘরের সামনের অংশ ভেঙে গেলে সংস্কার শেষে পুনরায় অফিস চালু করা
হয়। কিন্তু এর পর থেকেই স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে
বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে
বলে দাবি করেন আবদুল্যাহ আল ফারুক।
তিনি
অভিযোগ করেন, যে মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে, তারা এলাকায় সন্ত্রাসী
কর্মকাণ্ড, বালু উত্তোলন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িত এবং তিনি
এসবের প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
বিএনপি
নেতা আবদুল্যাহ আল ফারুক প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়ে বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করতে এই অপপ্রচার চালানো
হচ্ছে।
সংবাদ
সম্মেলনে নোয়াখালী আইনজীবি সমিতির সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট মো.হানিফ লিটন,
অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ডলার,
অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলী রাসেল’সহ বিএনপি, অঙ্গ ও
সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।