ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ধানের শীষে ভোট দিলে দুর্নীতি-সন্ত্রাস বন্ধ হবে: ফখরুল ইসলাম


স্মার্ট প্রতিনিধি
১৪:১৬ - শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
ধানের শীষে ভোট দিলে দুর্নীতি-সন্ত্রাস বন্ধ হবে: ফখরুল ইসলাম

ধানের শীষে ভোট দিলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কোম্পানীগঞ্জ ও কবিরহাটে সংঘটিত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির অবসান হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে কবিরহাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব মোহাম্মদ হারুনর রশীদ আজাদ ও  সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. এবিএম জাকারিয়া।

সমাবেশে ফখরুল ইসলাম আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাটে যে দুর্নীতি, দুরশাসন ও চাঁদাবাজি হয়েছে, জনগণ ধানের শীষে ভোট দিলে এসব অন্যায় চিরতরে বন্ধ হবে।

সমাবেশে ফখরুল ইসলাম আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হলে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। আমি বিশ্বাস করি, জনগণ ন্যায়বিচার এবং নিরাপত্তার পক্ষে রায় দেবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য কাউকে বাদ দেওয়া নয় বরং এই অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, আধুনিক ও উন্নত কোম্পানীগঞ্জ-কবিরহাট গড়ে তোলা। উন্নয়ন হবে সমানভাবে, কারও প্রতি পক্ষপাত দেখানো হবে না।

ফখরুল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে যে প্রশাসনিক অস্বচ্ছতা ও ভয়ভীতি দেখানো হয়েছিল, তার অবসান ঘটাতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। জনগণ শক্তিশালী হলে কোনো অন্যায় বা অনিয়ম টিকে থাকতে পারে না।

এ ছাড়া যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের অংশগ্রহণ ছাড়া কোনো এলাকাই এগোতে পারে না। দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে আমরা বিশেষ গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের বহু উন্নয়নকাজ আজও অসমাপ্ত রয়ে গেছে। ইনশাআল্লাহ নির্বাচিত হলে সেই সকল উন্নয়ন দ্রুত শেষ করবো। তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সমাবেশকে ঘিরে বিকেল থেকে কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল আসতে থাকে। পরে জিরো পয়েন্ট এলাকায় তা এক জনসমাবেশে রূপ নেয়। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা