ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের পথসভা


স্মার্ট প্রতিনিধি
১৫:০১ - রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের পথসভা

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে পথসভা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। তারা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মনোনয়ন বাতিল করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে দলীয় মনোনয়ন প্রদান করার দাবি জানান।

রোববার দুপুরে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে নৌপথে নলছিড়া ঘাট, পরবর্তীতে আফাজিয়া বাজার এবং ওছখালী বাজার পর্যন্ত বিশাল এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কৃষকদল নেতা হুমায়ুন কবির, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রব শাহরাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ রানা ও ইমতিয়াজ মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা আরিফসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, হাতিয়ার সাড়ে সাত লাখ মানুষের মনোভাব ও দাবি-দাওয়া বিবেচনায় রেখে দলের উচিৎ স্থানীয়ভাবে গ্রহণযোগ্য একজনকে মনোনয়ন দেওয়া। আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান হাতিয়ার জনগণের মতামতকে মূল্যায়ন করবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, যিনি দীর্ঘদিন দলের দুর্দিনে পাশে ছিলেন, জনগণের সঙ্গে মাঠে-ঘাটে নিয়মিত যোগাযোগ রাখেন এবং স্থানীয়ভাবে জনপ্রিয়- তেমন একজন নেতাকে মনোনয়ন দিলে বিএনপি আরও শক্ত অবস্থানে যাবে। এতে নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হবে এবং জনগণও সেই সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে।

নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর হাতিয়ার সাধারণ মানুষ ও দলের তৃণমূলের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তাই সাংগঠনিক শক্তি অটুট রাখতে জনগণের মনোভাবের ভিত্তিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।

পথসভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ওছখালী বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল করে কর্মসূচি শেষ করেন।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা