মঙ্গলবার সকালে সোনাইমুড়ী বাজার এবং চাটখিল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পৃথক দুটি বিজয় র্যালি বের করা হয়।
র্যালি দুটির নেতৃত্ব দেন হাতপাখা প্রতীকের প্রার্থী সিআইপি জহিরুল ইসলাম।
বর্ণাঢ্য বিজয় র্যালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার সভাপতি মাওলানা খোরশেদ আলম তালহা, সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম,নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর সাংগঠনিক সম্পাদক এইচ এম রেজাউল করিমসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে
জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় দিবসের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে
নেতাকর্মীরা অংশ নেন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে
পরিণত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সিআইপি জহিরুল ইসলাম
বলেন, গত ৫৪ বছরে দেশের মানুষ প্রকৃত অর্থে স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি।
তবে বর্তমান নতুন প্রজন্ম স্বাধীনতার নতুন স্বপ্ন দেখিয়েছে। তিনি মহান
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে ন্যায়ভিত্তিক সমাজ
প্রতিষ্ঠা ও আদর্শিক রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সঠিক নেতৃত্ব নির্বাচন করে দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।